|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: নটিংহ্যামে ভারতের মুঠোয় থাকা ম্যাচ শেষ দিনে পিছলে গিয়েছে বৃষ্টিতে। সেই হতাশা ঝেড়ে এবার দ্বিতীয় টেস্ট শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার। ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে। নটিংহ্যামে দু-দলের সামনেই জয়ের সুযোগ ছিল। শেষদিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৫৭ রান। অন্যদিকে, ভারতের ৯ উইকেট নিলেই জয় হাসিল করত ইংরেজরা।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড প্ৰথম একাদশে একাধিক পরিবর্তন ঘটিয়েই খেলতে নামছে। ডেকে নেওয়া হয়েছে মঈন আলিকে। ডম বেসকে ছেড়ে স্কোয়াডে ঢোকানো হয়েছে সাকিব মাহমুদকে।
ভারতের প্ৰথম একাদশ একটি জায়গা ছাড়া অপরিবর্তিতই থাকছে। শার্দুল ঠাকুরের হ্যামস্ট্রিংয়ে চোটে ভারত কিছুটা দিশেহারা। শার্দুলের বদলে আর অশ্বিন নাকি অন্য পেসারকে অন্তর্ভুক্ত করা হয়, সেটা দেখার।
IND vs ENG 2nd test কবে খেলা?
IND vs ENG 2nd test ১২ অগাস্ট বৃহস্পতিবার দুই দল পরস্পর মুখোমুখি হচ্ছে।
IND vs ENG 2nd test কখন থেকে শুরু হবে?
IND vs ENG 2nd test ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে ৩টেয় শুরু হবে। টস হবে আধঘন্টা আগে দুপুর ৩টেয়।
IND vs ENG 2nd test কোথায় খেলা হবে?
IND vs ENG 2nd test খেলা হবে লন্ডনের লর্ডস স্টেডিয়ামে।
IND vs ENG 2nd test কোন চ্যানেলে ম্যাচ সম্প্রচারিত হবে?
IND vs ENG সিরিজের প্রতিটি ম্যাচ সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। Sony SIX HD/SD (ইংরেজি ধারাভাষ্য), SONY TEN 3 HD/SD (হিন্দি ধারাভাষ্য) সরাসরি খেলা দেখা যাবে।
IND vs ENG 2nd test কোন ওয়েব প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং হবে?
IND vs ENG সিরিজের প্রতিটি ম্যাচ SonyLiv এপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা