|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সায়নী ঘোষকে জামিন দিল আগরতলার আদালত। তাঁকে দু’দিনের হেফাজতের চেয়েছিল ত্রিপুরা পুলিস। সেই আবেদন খারিজ করে তৃণমূলের যুব সভানেত্রীর জামিন মঞ্জুর করেন বিচারক। আদালত থেকে বেরোনায় সময় সায়নী বলেন,”আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এভাবে দমানো যাবে না।”
খুনের চেষ্টার সায়নীকে রবিবার গ্রেফতার করে ত্রিপুরা পুলিস। তারা জানিয়েছে, বিপ্লব দেবের সভার পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়েছিলেন সায়নী। এক পথচারিকে ধাক্কাও দেন। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যও করেছেন। তাঁকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গ্রেফতার হন সায়নী। সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ তাঁকে আগরতলা আদালতে পেশ করা হয়। সায়নীকে ছাড়াতে কলকাতা থেকে আইনজীবী নিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে সওয়াল-জবাবের পর সায়নীর জামিন মঞ্জুর করেন বিচারক। যদিও তাঁকে দু’দিনের হেফাজতে চেয়েছিল ত্রিপুরা পুলিস।
এ দিন অভিষেক বলেন,”যে রাজ্য সংবাদমাধ্যম আক্রান্ত, চিকিৎসক আক্রান্ত, যেখানে দুয়ারে গুন্ডা মডেল ঢুকে যাচ্ছে, থানায় পুলিস আক্রান্ত। যারা আইন শৃঙ্খলার দায়িত্বে তাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”