|
---|
শান্তনু পান, কেশপুর: দীর্ঘ টালবাহানার পর অবশেষে ৮ ই জুন বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হয়! নির্বাচনী নির্ঘণ্টে ৯ ই জুন থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার দিন ঘোষণা করা হয়। সেই মতোই শুক্রবার বিকেলে কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক এর দপ্তরে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি সহ বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস। সর্বদলীয় বৈঠক নিয়ে তৃনমূল কংগ্রেসের প্রতিনিধি তথা বর্ষীয়ান তৃণমূল নেতা চিত্ত গরাই জানান, বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ার নিয়ম মেনে মনোনয়ন পত্র জমা দেওয়া ও মিছিল মিটিং সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। অপরদিকে বিজেপি নেতা অজয় কৃষ্ণ প্রধান জানান, বৈঠকে নির্বাচনী বিধি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি বলেন আমরা দলের পক্ষ থেকে প্রত্যেকটি আসনেই প্রার্থীও পদ দাখিল করবো। এদিকে কংগ্রেস নেতা লক্ষ্মী ঘোষ জানান, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা যথাসম্ভব আসনে পার্থী পথ জমা দেবো। অন্যদিকে সিপিএম নেতা শেখ নিয়ামত আলী জানিয়েছেন, এদিনের বৈঠকে প্রার্থী পদ জমা দেওয়া এবং তোলা সহ সম্পূর্ণ ভোট প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি আদালতে গেছে। আমরা সব আসনেই প্রার্থী দেবো। তবে কেশপুর এর মত জায়গায় দাঁড়িয়ে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত আগামী দিনে কতটা ছাপ পড়বে পঞ্চায়েত নির্বাচনে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল!