|
---|
নিজস্ব সংবাদদাতা:প্রতিবেশী রাজ্য সিকিমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত হল। পরিবহনের দিক থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, পরিবহন কর মুকুব করে দেওয়া হয়েছে। পর্যটন শিল্পের প্রসারে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহ মহল।
একাধিক কর্মসূচি নিয়ে শিলিগুড়িতে এসেছেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার শিলিগুড়ি নিউ চামটা চা বাগানে সিকিমের পরিবহন মন্ত্রীর সাথে এক মৌ চুক্তিতে স্বাক্ষর করেন তিনি।এখন থেকে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকল না দুই রাজ্যের মধ্যে।
এখন থেকে সিকিমের গাড়িগুলি অবাধে যাতায়াত করতে পারবে রাজ্য, পর্যটকদের নিয়ে দার্জিলিং পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। অপরদিকে পারমিট আছে এমন গাড়ি গুলি শিলিগুড়ি থেকে অবলীলা ক্রমে সিকিমের রাজধানী গ্যাংটক সহ বিভিন্ন প্রান্তে অবাধে যাতায়াত করতে পারবে। পারমিট এর সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত ৩০ টি গাড়ি এতদিন চলত, সেই গাড়ির সংখ্যা বাড়িয়ে অন্তত ৫০ টি করা হবে। শিলিগুড়ি থেকে পেলিং পর্যন্ত যাওয়ার সরাসরি গাড়ি পাওয়া যাবে। পর্যটন ব্যবসার শ্রী বৃদ্ধির ক্ষেত্রে ঢালাও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেবক রংপ করিডোর থেকে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে পূর্ণাঙ্গ চুক্তির অভাবে এতদিন কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা আদায় করে নিত, এখন থেকে আর হবে না। সামার ভ্যাকেশন অতিক্রান্ত , তবে সামনে রয়েছে পূজা vacation, তাই জোর দিয়ে বলায় যেতে পারে এই বছর পুজোর সময় পর্যটকদের গন্তব্যস্হল হতে চলেছে প্রতিবেশী রাজ্য সিকিম।