নজরে ভাদুর বাড়ি সহ এলাকার সব সিসি ক্যামেরা বীরভূম-মুর্শিদাবাদ-নদিয়া 10 April 2022 by নতুন গতি নিজস্ব প্রতিবেদক:- তদন্তভার হাতে নেওয়ার পর এবার ভাদু শেখের বাড়িতে সিবিআই-এর গোয়েন্দারা। নজরে ভাদুর বাড়ি সহ এলাকার সব সিসি ক্যামেরা। সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে চায় সিবিআই।