|
---|
নিজস্ব সংবাদদাতা : এক সময় ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন লোকেশ রাহুল, তবে বর্তমানে তার পারফরম্যান্স তলানিতে, বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দুটি টেস্ট ম্যাচে ব্যাটে রান নেই রাহুলের। তৃতীয় টেস্ট থেকেও বাদ পড়তে পারেন সেই রকমই আশঙ্কা করা হচ্ছে। তার ব্যাটে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকায়, ওয়ানডেতে শেষ টেস্ট সেঞ্চুরি ইংল্যান্ডের বিরুদ্ধে।
কিংবদন্তি ক্রিকেটার রাহুলকে কিছু টিপস দিয়েছেন তার রানের খরা কাটিয়ে ওঠার জন্য
এক সময় ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন সামলানো কিংবদন্তি সুপারস্টার ব্যাটসম সুনীল গাভাস্কর,,, তিনি রাহুলকে বলেছেন ভয় পেয়ো না মন খুলে ব্যাটিং করো।
হরভজন সিং,,,,রাহুল কোনো অপরাধ করেনি, ওকে সবাই ছেড়ে দিন
মিস্টার ডিপেন্ডেবেল রাহুল দ্রাবিড়,,,, বলেছেন প্রসেসের উপর বিশ্বাস রাখো রাহুল, তোমার খারাপ ফর্ম কেটে যাবে।
ফাইটার ব্যাটসম্যান দীনেশ কার্তিক,, ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেলেই খারাপ ফর্ম কাটিয়ে উঠতে পারবে ।
কিংবদন্তি পেস বোলার ভেঙ্কটেশ প্রসাদ,, পূজারার আর মত ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলা উচিত রাহুলের ,