বিজেপি কর্মীদের মারধর এবং গৃহে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নদীয়া

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি নদীয়া: ভোট পরবর্তী অশান্তি অব্যাহত! আর সেই কারণেই রানাঘাট দক্ষিণ এবং কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলা কমিটির পক্ষ থেকে পৃথকভাবে জেলা প্রশাসকের নিকট ডেপুটেশন দেয়।

    এরপর রাজ্য বিজেপির পক্ষ থেকে ঘটনার লিপিবদ্ধ কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। এ রাজ্যে মুখ্যমন্ত্রীও সব রকম রাজনৈতিক হিংসা থেকে দূরে থাকতে বলেন প্রত্যেক দলের কর্মী-সমর্থকদের, প্রশাসনকে কঠোরভাবে দমন করার নির্দেশ দেন। তাসত্বেও গতকাল মধ্যরাতে ও ফুলিয়া মাঠপাড়ায় বিজেপি কর্মীদের উপর মারধর এবং বোমাবাজি চালায় টিএমসি গুন্ডাবাহিনী এমনটাই অভিযোগ করে স্থানীয় বিজেপি। আজ সকালে তারই পরিদর্শনে সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত হন ওই ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহে। যদিও বিশেষ সূত্রে জানা যায় এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা হয়নি।