|
---|
গাজল: কলেজ পড়ুয়া কে মারধরের অভিযোগ গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে। গাজোল থানার বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক।
গাজন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রথীন টিকাদার এর অভিযোগ গতকাল স্কলারশিপের জন্য বিধায়কের এবং সার্টিফিকেট আনতে গিয়েছিলেন বিধায়কের বাড়িতে। দীর্ঘক্ষন বসিয়ে রাখা হয় তাকে। আবেদনপত্রে বিধায়ক সই করলেও বিধায়ক এর শংসাপত্র দিতে চাননি তিনি। বারবার শংসাপত্র চাওয়ার পরও মেলেনি বলে অভিযোগ। এমনকি সেই সময় শংসাপত্র চাওয়ায় বিধায়ক ওই ছাত্রকে মারধর করেন বলেও অভিযোগ। এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে গাজোল থানায়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি বলেন মানুষের পরিষেবা দেবার জন্য দিনরাত কাজ করছি । আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।