|
---|
মালদা, ৩ ফেব্রুয়ারি: বাড়ির সামনে মরা ছাগল ফেলাকে কেন্দ্র করে প্রতিবাদী প্রতিবেশীকে মারধরের অভিযোগ উঠলো স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নাজিরপুর বাজার এলাকায় । এই ঘটনায় প্রতিবাদী একই পরিবারের তিন জনকে ব্যাপক মারধর করেছে অভিযুক্ত সৈয়দ নাদাব ও তার দলবল। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
আক্রান্তরা হলেন বাবা গোলাম মোস্তফা নাদাব (৪৪), ছেলে রাজ নাদাব(১৯), মা আরজাতন বিবি(৩৫) অভিযোগে জানিয়েছেন, তাদের বাড়ির সামনে একটি মরা ছাগল ফেলেছিল অভিযুক্তরা। সেটি তুলতে বলা হয়েছিল। আর তারপরই তাদের উপর অতর্কিতে হামলা চালায় অভিযুক্ত সৈয়দ নাদাব ও তার দলবল। পুরো ঘটনাটি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।