পুরাতন মালদা ব্লক আধিকারিকের বিরুদ্ধে TSP ঋণ প্রদানের টাকা আত্মসাতের অভিযোগ

মালদা: পুরাতন মালদা ব্লকের যাত্রা ডাঙ্গা অঞ্চলের আদিবাসী মহিলাদের TSP ঋণ প্রদান শুকর ছানা পালনের, আর এই একাধিকবার তারা সরব হয়েছেন ব্লক অফিসে। পুরাতন মালদা ব্লক আধিকারিকের বিরুদ্ধে TSP ঋণ প্রদানের টাকা আত্মসাতের অভিযোগ।

    স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মূলত যেটা অভিযোগ শূকর ছানার পরিবর্তে তারা তাদের ১২,৫০০ প্রাপ্য টাকা নিতে চান। কিন্তু ব্লক প্রশাসনের তরফে যেটা জানানো হয়েছে তাদের প্রতিপালনের জন্য শূকরছানা দেওয়া হবে। সে মত অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং স্বনির্ভর মহিলাদের বিডিও সাহেব নিজেই বাড়ি বাড়ি পৌঁছে দেন শুকর ছানা গুলি।

    মূলত যেটা অভিযোগ, ১২,৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকার শুকর ছানা দেওয়া হয়েছে এবং সেগুলো অসুস্থ অচলাবস্থা ঠিক ভাবে চলতে পারছে না এমনকি কয়েকটি ছানা মারাও গেছে। এ ব্যাপারে আদিবাসী স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ও ব্লক প্রশাসনের মধ্যে এর আগেও একাধিকবার দীর্ঘদিন ধরে ঝামেলা লেগেই ছিল এবং বলা যেতে পারে সংবাদের শিরোনামে ছিল।

    এদিকে, মঙ্গলবার পুরাতন মালদা ব্লক অফিসের সামনে আদিবাসী মহিলারা বিক্ষোভে সামিল হয়। কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা দাড়িয়ে থাকার পরও বিডিও তাদের সাথে দেখা না করায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী মহিলারা। এর ফলে জাতীয় সড়কের দুটি লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পুরাতন মালদা ব্লকের বিডিও।