|
---|
কুশল দাশগুপ্ত: বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুকান্ত নগর এলাকায় । মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন সাহা । অভিযুক্ত ছেলে গৌতম সাহা মাদকাসক্ত । এছাড়া নানা অসামাজিক কাজের সাথে লিপ্ত বলে স্থানীয়দের অভিযোগ।
খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় ছেলেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে মাঝে মধ্যেই নেশার টাকা নিয়ে বাড়িতে অশান্তি করত ছেলেটি। নিজের বউ সহ বাবাকেও মারধর করত। সোমবার রাতেও নেশায় বুঁদ হয়ে বাড়ি ঢোকে এরপর অশান্তি শুরু হয়। রাতেই বাবাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। মঙ্গলবার সকালে বড় ছেলে বাড়িতে এসে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে । বাবার মুখে জলও দেন তিনি। ঘরের ভেতরে দেখেন সব কিছু্ লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে । তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওয়ার্ড কাউন্সিলার দুলাল দত্ত। তিনি জানান ছেলেটি টোটো চালক। পাশাপাশি নানান অসামাজিক কাজের সঙ্গে ও যুক্ত । মাঝে মাঝেই পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়। জামিনে ছাড়া পেয়েও যায়। এদিন এই ঘটনার পর অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানান দুলাল দত্ত সহ সকলে।ওই অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ ছিল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।বার বার তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তারা।