|
---|
দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: এক মহিলাকে তিনদিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল সোনারপুরের তৃণমূল নেতা পার্থ মণ্ডলের বিরুদ্ধে।
জানা গিয়েছে, মহিলার নাম কনিকা মজুমদার। পৈতৃক সম্পত্তি বিক্রি না হওয়া সত্বেও সেখানে বেআইনিভাবে নির্মাণ কাজের বিরোধিতা করে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এরপরই বাড়িতে গিয়ে হুমকি দেন তৃণমূল নেতা।
এই বিষয় সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র বলেন “আইন আইনের পথে চলবে। আক্রান্ত মহিলার সঙ্গে কথা হয়েছে। আমি ওনার পাশে রয়েছি।”