|
---|
মালদা: একটি কুরিয়ার সার্ভিস কোম্পানির বিরুদ্ধে বেকার যুবকদের কাজ করানোর পর বেতন না দিয়েই বিভিন্ন অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। এবারে কোম্পানির বিরুদ্ধে সেই টাকা তছরুপের অভিযোগ য়তুলে দ্রুত প্রদানের দাবী নিয়ে শুক্রবার ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হল প্রতারিত মালদা শহরের জনাদশেক যুবক। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ওই কুরিয়ার সার্ভিস কোম্পানি কর্তৃপক্ষের।
মালদা শহরের কৃষ্ণ কালিতলা এলাকায় একটি পেট্রোল পাম্প সংলগ্ন ওই কুরিয়ার সার্ভিস রয়েছে। অভিযোগ কুরিয়ার সার্ভিস ম্যান হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু মালদা শহরের বেকার যুবকদের কাজ করানোর পর বেতন না দিয়েই কাজ থেকে বিভিন্ন অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমত অবস্থায় সেই টাকা ফেরতের দাবি নিয়ে ইংরেজবাজার থানার দ্বারস্থ হয় শহরের রামকৃষ্ণ পল্লী, বিবেকানন্দ পল্লী,সেতু সহ অন্যান্য জায়গা বেকার যুবকরা। প্রতারিত যুবকদের অভিযোগ তারা কাজ করেছেন অথচ বেতন দেওয়া হচ্ছে না। কাউকে চোর অপবাদ আবার কাউকে অন্য অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। যাতে কাউকে বেতন না দিতে হয় এই ভাবেই বিনা পয়সায় চলে কম্পানি দীর্ঘদিন ধরে এই পন্থা চালিয়ে আসছেন তারা বলে অভিযোগ। এই কোম্পানির কোনরকম সরকারি বৈধ ছাড়াই রমরমিয়ে চলছে বলে অভিযোগ। সম্প্রতি ওই কুরিয়ার সার্ভিসের মালদা শাখার এক কর্তা এক যুবকের মোবাইল এবং গাড়ি ছিনিয়ে নেয়। এই নিয়ে থানায় মীমাংসাও হয়। এদিকে কাজ করার পর বেতন না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন যুবকরা। যদিও কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি তাদের অফিসের চুরি হয়েছে রেজিস্ট্রেশন খাতা হারিয়ে গেছে এই কারণে বেতন দিতে পারছেন না।