চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ প্রাইমারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :লালবাগ থেকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল লালবাগ মহকুমা আদালত।

    অভিযোগ গত ১৪ ই সেপ্টেম্বর ২০২২ শে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ইসলামপুর থানায় পঙ্কজ মণ্ডল, শর্মিষ্ঠা মন্ডল ও পাপন মন্ডল তিনজন অভিযোগ দায়ের করে ইসলামপুর থানার রায়পুর গ্রামের বাসিন্দা পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক নবজ্যোতি মন্ডলের বিরুদ্ধে। অভিযোগ ওঠে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাড়ে নয় লক্ষ টাকা নিয়েছিল সে অভিযোগকারীদের কাছ থেকে।

    জানা গিয়েছে ধৃত নবজ্যোতি মন্ডল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে এবং একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিজের ছবি দেখিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করে।

    এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ২০২০ সালে ডোমকলের দুই ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ওঠে তবে সেই মামলার শুনানি এখনো পর্যন্ত হয়নি। গত পরশু ইসলামপুর থানার পুলিশ অভিযুক্তের ভাই গৌরব কুমার মন্ডলকে গ্রেফতার করে। এবং গতকাল তাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। সেখানে ইসলামপুর থানার পুলিশ মূল অভিযুক্ত নবজ্যোতি মন্ডলকেও গ্রেফতার করে।

    তাকে আজ বুধবার লালবাগ মহকুমা আদালতে পেশ করে ইসলামপুর থানার পুলিশ।

    ধৃত নবজ্যোতি মন্ডলকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন লালবাগ মহকুমা আদালতের বিচারক।