তৃণমূল কর্মীকে খুনের অভিযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোচবিহার জেলার দক্ষিণ মরিচবাড়ি সংলগ্ন এলাকায়

নতুন গতি ওয়েব ডেস্ক: তৃণমূল কর্মীকে খুনের অভিযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার দক্ষিণ মরিচবাড়ি সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর রক্তাত দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, শরীরে একাধিক আঘাতের চিত্র রয়েছে বলেও জানা যাচ্ছে। তবে পুন্ডিবাড়ি থানায় পুরো ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে পুলিশ। এবং এই ঘটনার পিছনে কোন রাজনৈতিক কারণ কিংবা অন্য কোন কারণ রয়েছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন রাতে মৃতের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই তৃণমূল কর্মীর নাম নধিরাম মণ্ডল (৬০)। গতকাল সন্ধ্যায় কিছু স্থানীয় লোকজন বাবুরহাট রাস্তার ধারে দিয়ে যাচ্ছিল । সেই সময় সেখানে থাকা একটি ফাঁকা জমিতে মৃতদেহ দেখতে পান কয়েকজন মানুষ। এরপরই খবর দেওয়া হয় বাণেশ্বর পুলিশ ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যায় পুলিশ। এবং সেখান থেকে খবর দেওয়া পুন্ডিবাড়ি থানার পুলিশকে। এরপরই পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকাল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদিও তৃনমূলের পক্ষ থেকে দাবি করে জানানো হয়েছে, মৃত নাথুরামবাবু দলের একজন সক্রিয় তৃনমূল কর্মী। তাঁকে খুন করা হয়েছে বলেও দাবি। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত ওই তৃণমূল কর্মীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এবং তাঁর পাশ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।