মালদহের মহানন্দা বাঁধে শ্রমিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নতুন গতি, মালদা: মহানন্দা বাঁধে শ্রমিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ব্লক এলাকায়।যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে কাজ স্বাভাবিক ভাবেই চলছে কোন বাধা দেয়া হয় নি অভিযোগকারী আকতার আলম বলেন,মনিপুর ঢেলাহি মোড় থেকে দিল্লি দেয়ানগঞ্জ পর্যন্ত বাঁধ রোডে মাটি ভরাটের কাজ চলছে।কাজটি মহানন্দা এমব্যাংমেন্ট(পি ডব্লিউ ডি) এর অধীনে হচ্ছে।গত ১৮শে মার্চ থেকে খোপাকাটি পয়েন্টে প্রায় ৩০ টি ট্রাক্টরে ১০০ জন শ্রমিক মাটি ভরাটের কাজ করছে ঠিকাদারের নির্দেশে।কিন্তু বৃহস্পতিবার বার থেকে স্থানীয় তৃণমূল নেতা জাকির হোসেন ও তার দলবল আমাদের কাজ করতে বাধা দিচ্ছে তাদের পছন্দের লোক কে কাজ দিবে বলে।এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানা সহ মহকুমা শাসক, জেলা সমাহর্তা ও জেলা পুলিস সুপার সহ একাধিক জায়গায় লিখিত আবেদন জানিয়েছি।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন,এই বিষয়ে ঠিকাদার সংস্থা থানায় কিছু জানায়নি।তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের লাইফলাইন বলে পরিচিত ফুল হর নদীর ধার বরাবর মনিপুর ঢেলাহি মোড় থেকে দিল্লি দেয়ানগঞ্জ পর্যন্ত বাঁধ রোড সংস্কারের কাজে হাত দেয় প্রশাসন। জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় 33 কোটি টাকা বরাদ্দ হয় এই 26 কিলোমিটার। রাস্তা নির্মাণের জন্য। কাজের উদ্বোধন করেন এলাকার জনপ্রতিনিধি। কিন্তু কাজ শুরু হতেই শাসক দলের নেতাদের উপর এমন অভিযোগ এর তীর তাতে করে প্রশ্ন উঠছে আদৌ কি এই কাজ সম্পন্ন হবে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও পার্থ দাস জানান এ বিষয়ে এখনও যদিও কোনো অভিযোগ জমা পড়েনি তবু আমরা বিষয়টি খতিয়ে দেখছি।