নিজের মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠলো জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের অধ্যাপক এর বিরুদ্ধে

  1. নিজস্ব সংবাদদাতা:  আবার বিতর্কে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ।এবারে ওই কলেজের হিন্দি বিভাগের অধ্যাপক সুরেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে তারই নিজের মেয়েকে ধর্ষন করবার অভিযোগ উঠল।অভিযোগ দিনের পর দিন দরজা বন্ধ করে ভয় দেখিয়ে নিজেরই কন্যাকে ধর্ষন করত সে।একাধিকবার ধর্ষন করবার ফলে সে অসুস্থ হয়ে পড়লে সে তার মাকে সব কথা জানায়।মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে সে সব কথা খুলে বলে।একজন অধ্যাপক হয়ে তার এই কুকর্মে অবাক হয়ে যান সবাই।বর্তমানে নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় তাকে জলপাইগুড়ির স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।ওই শিক্ষকের বিরুদ্ধে ওই মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।এদিকে এই ঘটনার নিন্দা করেছেন যুব তৃণমূল কংগ্রেস নেতা সৈকত চ্যাটার্জী তিনি জানিয়েছেন একজন বাবা তার সন্তানকে চোখের জল এবং কষ্ট দিয়ে মানুষ করেন সেখানে একজন বাবা হয়ে কিভাবে তার নিজের সন্তানের সাথে এই ঘটনা ঘটালেন আমার মাথায়ই আসছে না।আমি ওই মেয়েটির পাশে আছি এবং ওই লোকটির যাতে কঠোর শাস্তি হয় সেদিকে আমি লক্ষ রাখবো।এদিন মেয়েটির সাথে দেখা করতে আসেন জলপাইগুড়ির স্থানীয় কমিশনের সদস্যরাও।তারা ওই মেয়েটির সাথে কথা বলেন এবং তাকে এবং তার মাকে সমস্ত রকমের সাহায্যের কথা জানান।