|
---|
শুভ চক্রবর্তী,পশ্চিম মেদিনীপুর : সোমবার দুপুর বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত ১নং দেভোগ অঞ্চলের বসন্তপুর এলাকায় এক ব্যাক্তি আদিবাসী সম্প্রদায়ের এক মহিলাকে শিলাতাহানি করার চেষ্টা করে এমন অভিযোগের পরেই উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী।অভিযুক্তের নাম সৌমেন আদিত্য, তার বাড়ি বসন্তপুর এলাকায়।
এরপরেই গ্রামবাসীরা অভিযুক্ত ওই ব্যাক্তিকে ঘটনাস্থল থেকে কোমরে দড়ি বেঁধে পায়ে হটিয়ে তেমাথানী বাজারে নিয়ে আসে,এরপর সবং তেমাথানী রাজ্য সড়ক আটকে অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত গ্রামবাসী।
গ্রামবাসীরা অভিযুক্ত কে ওই এলাকা থেকে সবং থানা অবধি কোমরে দড়ি বেঁধে পায়ে হাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে,তেমাথানী বাজারে পুলিশ তাদের আটকে বোঝানোর চেষ্টা করে।এরপরেই উত্তেজিত হয়ে পড়ে এলাকা।পুলিশের সাথে গ্রামবাসীদের চলে তুমুল ধস্তাধস্তি।
তাঁদের দাবি, অবিলম্বে ওই ব্যাক্তিকে উপযুক্ত শাস্তির দাবি করতে হবে,এবং অভিযুক্তকে পায়ে হটিয়ে সবং থানা নিয়ে যাওয়ার দাবি জানান তাঁরা।পুলিশের সাথে গ্রামবাসীদের বাঁধে বাদানুবাদ,ক্ষনিকের এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।শেষ মেষ অভিযুক্তকে একরকম জোর পূর্বক ছিনিয়ে নিয়ে সবং থানার পুলিশ থানায় নিয়ে যায়।
এদিকে, পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নেমে পড়ে সবং থানার বিশাল পুলিশ বাহিনী।
তবে গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় থেকেই সবং -তেমাথানী রাজ্য সড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে সবং থানার বিশাল পুলিশ বাহিনী।
ইতিমধ্যেই এলাকাবাসীরা সবং থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।