শরদ পওয়ারের উপর ক্ষুব্ধ জোটসঙ্গীরা

দেবজিৎ মুখার্জি: এবার ‘মারাঠা স্ট্রং ম্যান’ শরদ পওয়ারের উপর ক্ষুব্ধ জোটসঙ্গীরা! শনিবার পুণেতে ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে হঠাৎ বৈঠকে জল্পনা উসকে দিয়েছেন শরদ পওয়ার। যদিও এনসিপি সুপ্রিমোর বক্তব্য, “কোনও গোপন বৈঠক হয়নি। অজিত আমার ভাইপো। আমি পরিবারের প্রবীণতম সদস্য। এই বৈঠক নিয়ে জল্পনা হওয়ার মতো কিছুই নেই।”

     

    এনিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে উদ্ধব ঠাকরের শিব সেনা। এদিন রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “শরদ পওয়ার বলছেন, অজিত তাঁর ভাইপো তাই তিনি তাঁর সঙ্গে দেখা করতেই পারেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাই যদি হয়, আপনাদের সমর্থকরা রাস্তায় নেমে নিজেদের মধ্যে মারামারি করছে কেন? দলের সমর্থকরা যখন মার খাচ্ছে, তখন অন্য দলের নেতাদের সঙ্গে বসা মানায় না।”