|
---|
নাসিমা লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ২১তারিখ অর্থাৎ গত রবিবার, রফি আহমেদ কিদওয়াই রোড স্থিত ভারতের সর্বপ্রাচীন উর্দু এ্যাকেডেমীর অডিটোরিয়ামে ” নতুন গতি পত্রিকার” কর্ণধার এমদাদুল হক নুর সাহেব এর আনুকুল্যে এক ঈদ মিলন উৎসব ও নতুন গতি পত্রিকার পক্ষ থেকে মুসলিম সমাজকে বাংলা সাহিত্য চর্চার বিষয়ে আলোচনা হয়। শুধু তাই নয়, যাঁরা বাংলা সাহিত্যে বিভিন্ন গবেষণামূলক কাজ করে প্রতিষ্ঠা লাভ করেছেন সমাজে, তাঁদের মধ্যে পাঁচজনকে নির্বাচিত করে তাঁদের মানপত্র ও পুশ্পস্তবক সহ উত্তরীয় ও সাম্মানিক শাল প্রদান করে বিভিন্ন গুণিজনদ্বারা তাঁদের পুরস্কৃত করেন।
এই মনোজ্ঞ অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ এর সাক্ষী হয়ে থাকল – এই গতি প্রকাশন দ্বারা প্রকাশিত, দু-জন নবীন প্রতিভাবান লেখক এর পুস্তক উন্মোচিত হয়। এরমধ্যে পুত্রসম এস কে আলী (রমজান) এর পুস্তক উন্মোচিত হয়। লেখক পরিচিতি-এস কে আলী (রমজান) একজন খুবই নিম্নবিত্ত পরিবারের ছেলে। আল্লাহ বলুন আর ঈশ্বর বলুন, প্রতিভাতো ধনী লোকেদের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। দীর্ঘ দশ-বারো বছর ধরে দেখা নিজের রুজি-রোজগার করতে যে ছেলেটি ফুরসত পায় না, তার কলম যে এত ক্ষূরধার তার কবিতা গুলো না পড়লে বোঝা যায় না। যে বইটি উন্মোচিত হলো তার নাম-“আলো নয় আগুন” (বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গীকৃত)।