ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে আলোচনা সভা

মহ: মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ‛আমার অশীতিপর বয়সে কোন কলেজে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন হচ্ছে জীবনে এমন দেখিনি। এমন প্রান্তিক হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয়ে তাঁর একশো বত্রিশতম জন্মদিন পালিত হচ্ছে এবং তাতে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত ও খুশি হলাম’। আজ হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয়ে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন পালনের একটি অনুষ্ঠানে একথা বলেন কল‍্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ‍্যাপক বরুণ কুমার চক্রবর্তী। তিনি তাঁর আলোচনায় ব‍্যক্তি সুনীতিকুমার সম্পর্কে বহু অশ্রুতপূর্ব কথা বলেন। বরুণ চক্রবর্তী ছাড়াও এদিন সুনীতিকুমার ও তাঁর বিভিন্ন গ্ৰন্থ সম্পর্কে আলোচনা করেন টাকী সরকারি মহাবিদ‍্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সোমা দাস চক্রবর্তী। অনুষ্ঠানে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রিয় বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সঙ্গীত বিষয়ের সহকারি অধ‍্যাপিকা সুজাতা দে। বাদ‍্যযন্ত্রে সহায়তা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সুবীর নন্দী। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন।

    বক্তাদের স্বাগত ও ধন্যবাদ জানান যথাক্রমে কলেজের বাংলা বিভাগের প্রধান মহব্বতুন্নেসা খাতুন ও কলেজ শিক্ষিকা বনানী চৌধুরী। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক কিঙ্কর মণ্ডল। উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষাকর্মী সমরেশ সরদার, সঞ্জয় পাল, মনোজ নস্করসহ বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা।