গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কও আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে

নিজস্ব সংবাদদাতা :গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কও আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে ।গত বছর পালিত হয়েছিল স্বাধীনতার 75বছর। এই বছরেও পালিত হবে নানা অনুষ্ঠান। এই বছর শুরুর থেকে শুরু হয়েছেশিলিগুড়ি বেঙ্গল সাফরিতে আজাদি কা অমৃত মহোৎসব পালন । এদিন মুলত সাফারি পার্কে ফিসিং ক্যাটের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে । কেননা এই বিড়াল দেশ তথা রাজ্যের পশুর মধ্যে একটি । কিন্তু এই বিড়ালটি বর্তমানে বিলুপ্তির পথে । তাই এই বিড়াল সংরক্ষণের ওপর জোড় দিয়েছে সাফারি কর্তৃপক্ষ ।

    সাফারি পার্কে বর্তমানে দুটো ফিসিং ক্যাট রয়েছে । আদালা খাঁচায় রাখা হয়েছে এই দুটি ফিসিং ক্যাটকে । গোটা সপ্তাহ ধরে এই বিড়াল নিয়ে নানা রকম অনুষ্ঠান করা হবে । এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসবের সূচনা হল শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে । স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বেঙ্গল সাফারি পার্ক ৭২ সপ্তাহ ধরে বিভিন্ন পশু পাখিদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করছে । মূলত এই সপ্তাহ ফিসিং ক্যাট নিয়ে শুরু হল আজাদি কা অমৃত উৎসব পালন করা হবে। এই উৎসবের আসল উদ্দেশ্য যত পারা যায় পর্যটকদের আকর্ষন করা।এই উৎসবে সামিল হতে আশেপাশের সমস্ত বাসিন্দাদের আমন্ত্রন করা হচ্ছে। আগামী দিনে বিদেশ থেকেও নানান ধরনের পাখি আনা হবে বলে জানান বন দপ্তরের অধিকর্তা। মুল আকর্ষন থাকবে দেশী এবং বিদেশী সব ধরনের পাখিও। কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এখন থেকে প্রতি বছরেই নানাভাবে সংরক্ষন করা হবে পশু এবং পাখি। বেঙ্গল সাফারিকে জনপ্রিয় করতে এবার প্রচণ্ডভাবে নেমে পড়েছে বেঙ্গল সাফারি কতৃপক্ষ।