|
---|
আয়ুব আলি উত্তর ২৪ পরগনা নতুন গতি – উত্তর ২৪ পরগনা জেলায় গোবরডাঙ্গা থানার বামনডাঙ্গায় সেন্ট অ্যানেস হাই স্কুলে ২৯ শে জুন রবিবার ‘আলোর অন্বেষণে’ আয়োজিত ‘রবীন্দ্র নজরুল সুকান্ত ‘ স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতি-আমীর আলী ( সভাপতি গোবিন্দ পান্তির অনুপস্থিতিতে )।
বিশেষ অতিথি – অরূপ পান্তি , অরূপ দত্ত , ডঃ নূরুল ইসলাম , ঔপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী, ডঃ মোস্তফা আব্দুল কাইয়ুম, হাসিম আব্দুল হালিম বরকতি , মহম্মদ বাকীবিল্লাহ মণ্ডল,সমুদ্র বিশ্বাস। প্রায় ৫৫ – ৬০ জন কবি সাহিত্যিক কবিতা পাঠ করেন। বিশিষ্টরা বক্তব্য রাখেন । তাঁদের বক্তব্যের মূল সুর ছিল – সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশভক্তির চেতনা জাগরণ। পত্রিকার সম্পাদক – সোহরাব হোসেন। ফটো গ্রাফার সাবির হোসেন। রাজ্যের বিভিন্ন জেলা , কোলকাতা থেকে সাহিত্যিক এবং সংস্কৃতি প্রেমিক মানুষ উপস্থিত ছিলেন । যথেষ্ট আবেগ ও উৎসাহের মধ্য দিয়ে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় । আড়াইটায় মধ্যাহ্নভোজনের বিরতি হয়। অনুষ্ঠান সমাপ্তি হয় বিকেল সাড়ে পাঁচটায়। উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । মাল্যার্পণ করা হয় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর , কবি নজরুল ইসলাম ও কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে ।
অন্যান্য কবিদের মধ্যে কবিতা পাঠ করেন – পার্থ সারথী সর্দার, কবি সুবিদ মোল্লা , প্রবীর হালদার, স্বপন কুমার বালা, নবকুমার বিশ্বাস ,জেসমিন সুলতানা, দেবব্রত শীল, তাপস তরফদার , মহাদেব পাত্র , কবি নূপুর দাস , ফজলুল হক , কল্পনা পাল, অমৃতলাল বিশ্বাস , কবি শ্রী শংকর প্রমুখ ।
খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে ।