|
---|
নতুন গতি প্রতিবেদক : “রক্ত দান, জীবন দান” জেনেও রক্তদান সম্পর্কিত কথাবার্তা উঠলেই আমাদের অনেকেরই শরীর খারাপ হয়ে যায়, কারো কারো জরুরি কাজকর্ম পড়ে যায়, আবার কেউ হয়তো সরাসরি পোস্ট-মেসেজ এসব এড়িয়ে গিয়ে স্যোশাল মিডিয়ায় মিম শেয়ারে নিজেকে নিয়োজিত করাকেই গ্রহণযোগ্য মনে করেন। অবশ্য স্বেচ্ছায় রক্তাদানে উৎসাহী মানুষের সংখ্যাও কম নয়। শুধুমাত্র তাঁদের জন্যই আজ বিশ্বজুড়ে হাজার হাজার মুমূর্ষু রোগীর প্রাণ বেঁচে যাচ্ছে। অথচ রক্তাদানের জন্য শারীরিকভাবে উপযুক্ত হওয়া সত্ত্বেও অনেক মানুষ এখনও এর প্রয়োজনীয়তা বোধগম্য করতে পারেন না। কিন্তু নিজেদের প্রয়োজনে রক্তের ব্যাবস্থা ঠিক করে নেন।
আজ রঘুনাথপুর যুব সোসাইটির উদ্যোগে আয়োজিত রক্তাদান শিবিরে রক্তদান করলেন
ধনঞ্জয় তন্তবায় শারীরিক দিক থেকে যিনি সাধারণ মানুষের থেকে অনেকখানিই আলাদা। কিন্তু মানসিকভাবে অনেক সুস্থ ও সবল মানুষের চেয়েও অনেক এগিয়ে যাকে স্থান দেওয়া যায়। আজ এই শিবিরে তিনি রক্তদান করে এই সমস্ত মানব সমাজকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন।
তাঁর এই প্রচেষ্টা সাধারণ মানুষের ক্ষেত্রে রক্তদানে উৎসাহ জোগাতে কার্যকর হবে বলে আশাবাদী।
চাইলেই এই মানুষ টার থেকে বেশি অজুহাত কেউ দিতে পারে না। কিন্তু এই মানুষটির কাছে আগে মনুষ্যত্ব। তাই আজকের রক্তদান শিবিরে উদ্যোক্তাদের মতে তিনি Hero Of The Day।