শিক্ষাবর্ষের সময়সীমা পার হয়ে গেলেও স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশিত হয়নি

নিজস্ব প্রতিবেদক:- ২০১৯ – ২০২১ শিক্ষাবর্ষের সময়সীমা পার হয়ে গেলেও স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। এমন কি পার্ট-২ পরীক্ষার মার্কশিট প্রকাশ করতে পারেনি বর্ধমান বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের কাছে দরবার করেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ পড়ুয়াদের। এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন দূরশিক্ষা বিভাগের স্নাতকোত্তর পড়ুয়ারা।তাদের বিক্ষোভের জেরে কন্ট্রোলারের দফতরের গেটে তালা দিয়ে দেওয়া হয়। ফলে আরও ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা।সোমবার জেলার বিভিন্ন জায়গা থেকে পডুয়ারা জড়ো হন বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে। তীব্র গরমের মধ্যেও রীতিমতো পোস্টার, ব্যানার নিয়ে তাঁরা বিক্ষোভ আন্দোলনে সামিল হন। পড়ুয়াদের দাবি, অবিলম্বে স্নাতকোত্তর পরীক্ষার মার্কশিট দিতে হবে। মার্কশিট প্রকাশের দিনক্ষণ লিখিত ভাবে জানাতে হবে। যতক্ষণ পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত ভাবে সেই আশ্বাস দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁদের বিক্ষোভ আন্দোলন চলবে বলে হুশিয়ারি দেন পডুয়ারা।প়ড়ুয়াদের মার্কশিট না থাকায় বিএড কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকলেও, তা হতে পারছেন না। পডুয়া অভিরূপ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘‘চূড়ান্ত অব্যবস্থা চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।’’এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অনিন্দ্যজ্যোতি পাল আশ্বাস দিয়ে বলেন,‘‘যত তাড়াতাড়ি সম্ভব ফল প্রকাশের ব্যবস্থা করা হবে।’’