পরিবেশ দিবসে পরিবেশ নিয়ে বার্তা সহ বৃক্ষ রোপন করে নজির গড়লেন সেচ্ছাসেবী সংস্থা আমান ফাউন্ডেশন

আব্দুস সামাদ জঙ্গিপুর:- ৫ই জুন ২০২১ বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি ১৯৭৪ সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিলো। তারপর থেকেই প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে থাকে।এই বছর বিশ্ব পরিবেশ দিবশের থিম”ব্যাস্ততন্ত্রের পুন-রুদ্ধার” করা। প্রকৃতি আমাদের জীবনে কতোটা গুরত্বপূর্ণ, তা হয়তো করোনা অতিমারির পর কিছুটা বুঝতে পেরেছি। পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু বছর ধরে। তবু ও এখনও অনেকেই এড়িয়ে চলেন এই সচেতন বার্তা। এই পরিবেশ দিবসে পরিবেশ নিয়ে বার্তা সহ বৃক্ষ রোপন করে নজির গড়লেন সেচ্ছাসেবী সংস্থা আমান ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবী রেজাউল হক, ফাউন্ডেশনের সম্পাদক বিশিষ্ট শিক্ষক মো মাইদুল ইসলাম এ ছাড়াও অন্যান্য সদস্য বৃন্দ। চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র।