শিলিগুড়ি আম্বেদকর সোসাইটির যৌথ উদ্যোগে এদিন আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হয়

নিজস্ব প্রতিবেদক:- শিলিগুড়ি পুরনিগম ও শিলিগুড়ি আম্বেদকর সোসাইটির যৌথ উদ্যোগে এদিন আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হয়।ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা বিআর আম্বেদকর -র মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন গৌতম দেব। শিলিগুড়ির হিলকার্ট রোডে অবস্থিত টিএনএস বাস টার্মিনাস মোড়ে আম্বেদকরের ১৩১তম জন্মজয়ন্তী পালিত হয়। শিবমন্দিরের শান্তিপুর-শরৎনগর নাগরিক বৃন্দের উদ্যোগে ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হল। তাঁর আবক্ষ মর্মর মূর্তি স্থাপনের মাধ্যমে এই দিনটি উদযাপন করেন পুরনিগমের মেয়র গৌতম দেব। এভাবেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হয়েছে এদিন। বৃহস্পতিবার দেশের সংবিধান রচয়িতা বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হল ডাবগ্রাম -ফুলবাড়ি তৃনমুল কংগ্রেসের তরফে। ২ নম্বর ডাবগ্রাম এর অন্তর্গত জাবরাভিটার বিআর আম্বেদকর কলোনিতে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। বিআর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি সাগর মোহন্ত। এদিন অনুষ্ঠান স্থল থেকে মাস্ক, বিভিন্ন খাতা বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে।ডঃ বি আর আম্বেদকর এর জন্ম হয় 14 এপ্রিল ১৮৯১ সালে মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় মৌ (Mhow) নামে একটি গ্রামে। ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারত স্বাধীন হওয়ার পরে বি আর আম্বেদকর ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী হন। তিনি ভারতবর্ষের জন্য নতুন আইন রচনা করেন যা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান হিসাবে সারাদেশে ঘোষণা করা হয়। তার বিচারধারা অনুসরণ করেই রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) তৈরি করা হয়।