|
---|
আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ -নবীন বরন ও কৃতীদের পুরস্কার বিতরণ,_উওর ২৪ পরগনার আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজের ২০২২ নবীনবরণ ও সদ্য প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল,গত ১২ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জাহির উদ্দিন, প্রধান অতিথি ছিলেন আমডাঙা র বি বিধায়ক রফিকুর রহমান,ছিলেন আমডাঙা থানার ভারপ্রাপ্ত (আই-সি) অঞ্জন কুমার দত্ত,বিশেষ অতিথি সঞ্জয় চট্টোপাধ্যায় উওর২৪পরগনা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক),সাজাহান মনড়ল সম্পাদক নজরুল চর্চা কেন্দ্র বারাসত, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল উদ্দিন অধ্যখ হিঙগলগনজ মহিবিদ্যালয়, সঞ্চালনায় মেহেদি হাসান সানি,এদিন কলেজের পত্রিকা’কথামালা’র ও উন্মোচন হয়,অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ও ছাএছাত্রীরা।