আমডাঙায় সম্পত্তি হাতানোর অভিযোগে শাসক নেতা – পথ অবরোধ ও বিক্ষোভ

আয়ুব আলি উত্তর ২৪ পরগনা : তৃনমূল নেতার বিরুদ্ধে ভুয়ো দলিল বানিয়ে জমি জবরদখলের অভিযোগে গত বুধবার উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা ব্লকের সাধনপুর গ্রাম পঞ্চায়েতের আমডাঙা-কাকিনাড়া রোড়ের গজবন্দ মোড়ে টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ অবরোধ করে। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে কাকিনাড়া-আমডাঙা রাজ্য সড়ক,পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সুত্রে জানা যায় সাধনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃনমূল নেতা নূর ইসলাম তিনি আমডাঙা পঞ্চায়েত সমিতি র কর্মাধ্যক্ষ (খাদ্য)। স্থানীয় মানুষের অভিযোগ তৃনমূল কংগ্রেসের ঐ নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশকিছু জমি নিজের নামে করে নিয়েছেন। গ্রামের মানুষ জমি ফিরিয়ে দিতে প্রস্তাব করলে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। সেজন্য বাধ্য হয়ে তারা এই প্রতিবাদ বিক্ষোভ করেন। বিক্ষোভ কারীদের মধ্যে আব্দুল শেখ আলি,পানিহার বিবি বলেন, ‘ভূয়ো দলিল বের করে আমাদের জমি জবরদখল করে আছে তৃনমূল নেতা নূর ইসলাম। আমরা এর সমাধান চাই। নূরজাহান বিবি বলেন জমির সমস্ত কাগজপত্র আমাদের নামে রয়েছে। অথচ তৃনমূল নেতা নূর ইসলাম কিভাবে জমি পেয়ে গেল সেটাই বুঝতে পারছি না। আমরা নিজেদের জমি ফেরৎ চাই। বিক্ষোভকারী মুর্শিদ আলি ও এক ই অভিযোগ করেন। তারা নিজেদের জমি ফেরৎ চাই। তৃনমূল নেতা নূর ইসলামের সঙ্গে যোগাযোগ করা না গেলেও সংবাদ সূত্রে জানা যায় তিনি এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। যাঁরা এদিন বিক্ষোভ করেছেন ,তাদের জমি ওখানে নেই। গ্রামের মানুষদের উস্কে দিয়ে বিক্ষোভ করিয়েছেন।