করোনা ভাইরাস আতঙ্কে আমেরিকায় জরুরি অবস্থা জারি করলেন

করোনা ভাইরাস আতঙ্কে আমেরিকায় জরুরি অবস্থা জারি করলেন

    নতুন গতি,ওয়েব ডেস্ক: গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস সেই ভাইরাস আঁচ কেরেছে আমেরিকাও সেই জন্য আতঙ্কে গোটা আমেরিকায় জারি হল জরুরি অবস্থা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইরাস প্রতিরোধে পরীক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে কেন্দ্রীয় তহবিল থেকে পাঁচশো কোটি ডলার মঞ্জুর করেছেন। আমেরিকার সব রাজ্যকেই করোনা মোকাবিলায় জরুরি অপারেশন কেন্দ্র খুলতে বলা হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষা ব্যবস্থায় পিছিয়ে থাকার জন্য সমালোচিত হয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানিয়েছে, এখন করোনা মহামারীর কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ। চিনের থেক বেশি আক্রান্ত এখন ইউরোপে। প্রতিদিনই ইউরোপের দেশগুলিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে।