আমফান ঝড়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের মানুষের প্রচুর টাকার ক্ষতি হয়েছে।

সংবাদদাতা : আমফান ঝড়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের মানুষের প্রচুর টাকার ক্ষতি হয়েছে।প্রচুর গাছ এখন ও রাস্তায় পড়ে আছে। বিদ্যুৎ বন্ধ মানুষ খুব কষ্টের সাথে দিন কাটাচ্ছে। হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধান সভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি,আজ বৃহস্পতিবার প্রায় সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গায় সরজমিনে তদন্ত করেন। গতকাল উলুবেড়িয়া বাজারপাড়ায় তাঁর নিজের বাসভবনে বসে,এত দুর্যোগের সত্ত্বেও s.d.o সহ পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন,এবং দু এক জায়গায় ছুটে যান।আজ সকাল থেকে সারাদিন যাবৎ ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরোদর্শন করেন এবং মানুষের সাথে কথা বলেন। বেশি ক্ষতিগ্রস্তদের হাতে কিছু ত্রিপল তুলেদেন ইদ্রিস আলি।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক নজর রাখছেন, যা করার করছেন এবং করবেন।তাঁর প্রতি আস্তা রাখুন।একদিকে তিনি করোনার মোকাবিলা করে চলেছেন এবং সেই সঙ্গে সঙ্গে এই আমফান ঘূর্ণিঝড়ের মোকাবিলা করে চলেছেন।বিধায়ক ইদ্রিস আলি,উলুবেড়িয়া পৌরসভার দুই প্রশাসক অভয় দাস এবং আব্বাস উদ্দিন খাঁন সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিনন্দন জানিয়েছেন কারণ প্রায় সমস্ত কর্মী রাস্তায় নেমেছেন এবং মানুষের সাহায্য করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়।
অরিন্দম রায়
আপ্তসহায়ক
বিধায়ক ইদ্রিস আলি।