আমফান নিয়ে আরামবাগ ব্লক কংগ্রেসে ও যুব কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা অফিসে ডেপুটেশন জমা দেওয়া হল

নুর মোহাম্মদ খান, আরামবাগ : ২৬জুন,শুক্রবার,  আমফান পরবর্তী সমস্যা নিয়ে আরামবাগ ব্লক কংগ্রেসে ও যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ আরামবাগ মহকুমা অফিসে আরামবাগের SDO কে ১২ দফার ডেপুটেশন জমা দেওয়া হল , তাদের দাবি গুলি হল: 1. আমফান কে জাতীয় বিপর্যয় ঘোষনা করতে হবে। 2.স্বচ্ছতার সহিত আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ দের ত্রাণ দিতে হবে। ও BDO অফিসে ত্রাণের লিস্ট টাঙাতে হবে। 3.কৃষি বীমা তিন কিস্তির বদলে ৫ কিস্তির করতে হবে। 4.পূরাতন রেশন কার্ডেও রেশন দিতে হবে। এবং রেশন কার্ড না থাকলে কুপনের ব্যবস্থা করতে হবে। 5.স্বচ্ছতার সহিত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ দিতে হবে। এবং স্বচ্ছতার সহিত সরকারি নির্ধারিত মূল্য প্রদান করতে হবে। 6.B.P.L তালিকা পূন্যবিন্যাস করতে হবে। 7. ঝড়ে প্রচুর গাছ ভেঙে গেছে তাই অতি স্বত্তর বৃক্ষ রোপন কর্মসূচি নিতে হবে। 8. বাতানলে PHE প্রকল্প 7 মাস বন্ধ আছে অতি শীঘ্রই তা চালু করতে হবে। 9. সমস্ত গ্রামে নলকূপ অবিলম্বে মেরামত করতে হবে। 10. প্রধান মন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির ও স্বজন পেশন বন্ধ করে অতি স্বত্তর প্রকৃত প্রপকদের এই প্রকল্পের আওতায় আনতে হবে। 11. প্রধান মন্ত্রী রোজগার কল্যাণ যোজনা তে পশ্চিমবঙ্গের সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করতে হবে। 12. চাদুর 16 নং ওয়ার্ডের গ্রামের ভেতরের রাস্তা টা দীর্ঘ দিন ধরে চলার অযোগ্য হয়ে পরে আছে, তা অতি সত্তর মেরামত করতে হবে। আরামবাগ SDO ব্যাপারটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ যুব কংগ্রেস সভাপতি শেখ মিরাজুল ইসলাম আরামবাগ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শম্ভুনাথ মালিক, কাজল মুন্সি, নজির চৌধুরি, ভবানী মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।