|
---|
নিজস্ব সংবাদদাতা : হারা ম্যাচেও যে কিভাবে ফেরত আসা যায় সেটা দেখিয়ে দিল গুজরাট । এবারে আইপিএলের দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। শুক্রবার ওয়াংখেরে স্টেডিয়ামে গুজরাট মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স রানের পাহাড় তোলে। নির্ধারিত কুড়ি ওভারে ২১৮ রান তোলে ৫ উইকেটের বিনিময়। অসাধারণ একটি ইনিংস খেলেন সূর্য কুমার যাদব। তার ব্যাট থেকে আসে ৪৯ বলে অপরাজিত ১০৩ রান। এছাড়া বলার মতো রান করেছেন ঈশান ২০ বলে ৩১, রোহিত শর্মা ১৮ বলে ২৯। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই গুজরাটের ইনিংস নড়বড়ে ছিল। ১০০ রানের মধ্যে তারা ৬টি উইকেট হারিয়ে ফেলে। সবাই যখন ধরে নিয়েছে গুজরাট অবধারিত হারছে, সেই সময়ের শক্ত প্রতিরোধ গড়ে তোলেন রশিদ খান। একটি বিধ্বংস ইনিংস খেলেন তিনি। মাত্র ৩২ বলে ৭৯ রান করেন। তার ব্যাট থেকে আসে দশটি ছয়। এছাড়া গুজরাটের বলার মত রান করেছেন মিলার ২৬ বলে ৪১। তবে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৯১ রান তুলতে সক্ষম হয় গুজরাট। মুম্বাই ইন্ডিয়ান্স সাতাশ রানে ম্যাচ জিতে নাই। এই ম্যাচ জয়ের ফলে মুম্বাইয়ের পয়েন্ট ১২ ম্যাচে ১৪। অর্থাৎ প্লে অফের দৌড়ে টিকে রইলো তারা।