আমরা কজন এর রবীন্দ্র – নজরুল শ্রদ্ধাঞ্জলী, বর্ধমানে

আলিফ ইসলাম: বর্ধমান : ০৫ জুন,বর্ধমান শহরের রবীন্দ্র ভবনের মুক্তমঞ্চে বর্ধমানের আমরা কজন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ ০৫ জুন রবিবার জামাই ষষ্ঠীর দিন বৈকালিক এক মনোজ্ঞ সাংস্কৃতিক সভার আয়োজন করা হয়। মনোরম পরিবেশে বিশিষ্ট সঞ্চালক স্বনামধন্য শ্যামাপ্রসাদ চৌধুরীর সুচারু সঞ্চালনায় উদ্যোক্তাদের তরফে কমলেন্দু পাল , রামমোহন বরাট প্রমুখের আপ্যায়নে সঙ্গীত, আবৃত্তি, কবিতা পাঠ এবং শ্রুতি নাটকের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল স্মরণে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন যথেষ্ট আবেগময় হয়ে ওঠে।কমলেন্দু বাবু তাঁর স্বাগত ভাষণে ঘোষণা করেন আগামী দিনে আমরা কজন একটি নাটক রবীন্দ্র ভবনে মঞ্চস্থ করবেন। অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি অমিতা রায়, কল্পনা রায়, সুদেষ্ণা দত্ত, নমিতা রাউত,রত্না মুখোপাধ্যায়, শুভঙ্কর ভট্টাচার্য্য, অশোক বর্মণ,তাপস ভূষণ সেনগুপ্ত, সুফি রফিক উল ইসলাম , সেখ জাহাঙ্গীর, সৈয়দ মুশারফ আজম, আনোয়ার আলী, আব্দুল মজিদ, বিমলেন্দু দত্ত,সজল চ্যাটার্জী, সোমনাথ মুখার্জী,স্বাতী ব্যানার্জী,জয়ন্তী হাজরা,প্রলয় মুখার্জী,গৌর সুন্দর হাজরা, কিশোর ভট্টাচার্য্য , অসীম ব্যানার্জী,অধীর ব্যানার্জী, শক্তিরাম ব্যানার্জী প্রমুখ।