|
---|
আর.এ.মন্ডল,পাত্রসায়ের : মানবসেবার ব্রত নিয়ে বিগত লকডাউনে পথ চলা শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা “বিষ্ণুপুর আমরা করবো জয়”। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে পাত্রসায়েরের নলডাঙ্গা গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন আনারকলির হাতে হুইলচেয়ার ও সোনামুখির রাজদহ গ্রামের রাজেশের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়।
সংস্থার কর্ণধার কাজী মুজিবর রহমান সাংবাদিকদের জানান যে, সোশ্যাল মিডিয়ায় আমাদের কাজ দেখে অনেকেই অসহায় মানুষদের সমাজের মূল স্রোতে ফেরাতে এগিয়ে আসছেন । এদিন মূলতঃ প্যাডম্যান খ্যাত ভবঘুরে রাজা আনারকলি ও রাজেশকে এই সাহায্য পাঠিয়েছেন। আমরা দায়িত্ব সহকারে শুধু পৌঁছে দিয়েছি। তিনি বলেন আমাদের মূল লক্ষ্য হল অসহায় মানুষদের সমাজের মূল স্রোতে ফেরানো ও যাযাবর ও পথশিশু মুক্ত পৃথিবী গড়ে তোলা। সাধ অনেক কিন্তু সামর্থ্য খুবই কম, তবুও এগিয়ে চলা-।এ পর্যন্ত প্রায় তিরিশ জনকে সংস্থার পক্ষ থেকে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।আনার কলির বাবা সেখান মুক্তার যারপরনাই আনন্দ প্রকাশ করেন।
এদিন উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার কাজী মুজিবর রহমান, বিশিষ্ট সমাজসেবী কাজী ইসমাইল,খালিদ সাইফুল্লাহ্ ,জামাল উদ্দিন এবং বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী রহমত আলী মন্ডল সহ সংস্থার সকল সক্রিয় সদস্যগন ও গ্রামের মানুষ।