আমরা সরকারি কর্মচারী ‘ ব‍্যানারে ত্রাণ বিতরণ কর্মসূচি

সংবাদদাতা : ১৮জুন, আমফান বিধ্বস্ত সুন্দরবনের বাসন্তীর অধীন ঝড়খালির নিকটবর্তী ভরতগড় পঞ্চায়েত এলাকায় আজ “আমরা সরকারি কর্মচারী ‘ ব‍্যানারে গুটিকয়েক শিক্ষক, পৌরকর্মী, কলেজ কর্মী প্রভৃতি এদের সম্মিলিত উদ্যোগে নিত‍্য প্রয়োজনীয় খাদ‍্যসামগ্রী, বস্ত্র, স্বাস্থ্য পরীক্ষা ও বিনামুল্যে ঔষধ বিতরন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। প্রায় দুই শতাধিক অসহায় দুস্থ পরিবারের মধ‍্যে ত্রাণ বিতরণ করা হয়। এলাকার মানুষের মধ্যে আমফান ঘূর্ণীঝড়ের তান্ডব এবং অপরদিকে নদী বাঁধ ভাঙনের আতঙ্ক এখনও চোখে মুখে প্রকাশ পাচ্ছে। এইসব অঞ্চলের সমস্ত কৃষিজমি ও সকল মাছের পুকুর ও ভেড়ি নোনাজলে ভরে গেছে ফলে একমাত্র রুটিরুজির পথ ও বর্তমানে বন্ধ। অসহায় মানুষ গুলো আজকের এই সহযোগিতায় অত‍্যন্ত খুশী। বতর্মান রাজ‍্যের মানবিক মূখ্যমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে যেভাবে কোভিড ১৯ সহ লক্ ডাউন ও আমফান ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই কর্মকাণ্ডে শরিক হতে আমরা যারা বেতনভোগী মানুষ নৈতিকতার তাগিদে আজকের এই কর্মসূচি, বলে জানালেন দত্তপুকুর ফলদী হাই স্কুলের প্রধান শিক্ষক সাহানোয়াজ আহমেদ। বেড়াচাাঁপা চন্দ্রকেতুগড় ডঃ শহীদুল্লাহ স্ম‍ৃতি মহাবিদ্যালয়ের অশিক্ষক কর্মী মোঃ নাজিবুল্লা বলেন ” আমরা যারা শিক্ষিত সরকারি বেতনভোগ মানুষ অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন‍্য মনে করছি “।