|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের পাহাড়িগোড়া গ্রামে ১১ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করল রাজনগর রেঞ্জের বনকর্মীরা।
রাজনগরের পাহাড়িগোড়া গ্রামে এক ব্যক্তি তার বাড়ির পাশেই এই বিশাল আকারের অজগরটিকে দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় রাজনগর বনদপ্তরকে। রাজনগর বনদপ্তরের দুই কর্মী সনাতন মহাতো ও বিমল মাহাতো সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং অজগরটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। সম্ভবত খাবারের খোঁজে পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে। ২১ কেজি ওজনের অজগরটি লম্বায় ১১ ফুট লম্বা বলে জানিয়েছেন বনকর্মীরা। অজগরটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।