রমজানে হুগলির খানাকুলের আন এডেড মাদ্রাসার ইফতার বিতরণ।

আজাহারউদ্দিনসারাবিশ্ব জুড়ে করোনা নিয়ে মানুষ যখন আতঙ্কিত ,লকডাউন হওয়ার পর মানুষ কর্মহীন, সকলেই বাড়িতে গৃহবন্দি অবস্থায় জীবনযাপন করছেন, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের অবস্থায় খুব শোচনীয় ।,তখন সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন হুগলি র খানাকুলের ঘোষপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত আন এডেড মাদ্রাসার উদোগে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে ছোলা, চিনি,সিমুই,নারকেল, শোসা,কলা,তরমুজ ইফতার বিতরণ করা হয়,এদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও ইফতার সামগ্রী তুলে দেন খানাকুল ব্লক সভাপতি অভিজিত্ বাগ, থানার মেজবাবু চৈধুরী মোজাহার হোসেন, স্থানীয় প্রধান হায়দার আলী,আলিযা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আবদুস সবুর কাসেমী, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কাজী মিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী সেখ জাহির উদ্দিন, সেখ হাসিবুল হক, সেখ সাহাবুদ্দিন আহমেদ,আলহাজ মাসুদ রহমান চৈধুরী সহ বিশিষ্ট জন,পবিত্র রমজান মাসে মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে মহান স্রষ্টার দরবারে বিশ্ব শান্তি মানব কল্যাণে র জন্য দোয়া চাওয়া হয়, এদিন 500জন মানুষকে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, সকলেই মাদ্রাসা র এই উদোগকে সকলেই সাধুবাদ জানান ।