|
---|
নিজস্ব সংবাদদাতা : এক মৃত চিকিৎসকের নামে স্বাক্ষর করে রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠল হাওড়ার উলুবেড়িয়ায়। ওই এলাকার একটি প্যাথোলজি ল্যাবরেটরির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
হাওড়া জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ল্যাবরেটরি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, ল্যাব-কর্তৃপক্ষকে শোকজ নোটিস পাঠিয়েছেন হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল। বুধবার স্বাস্থ্য কমিশনের শুনানিতে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীমকুমার বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘‘এটি অত্যন্ত গুরুতর অভিযোগ।’’ এ নিয়ে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
বুধবারের শুনানিতে ওই ল্যাবরেটরির মালিকও উপস্থিত ছিলেন। তিনি ক্ষমা চেয়েছেন বলে কমিশন সূত্রে খবর। কমিশনে তিনি দাবি করেন, ল্যাবরেটরিটি অপর এক জনকে ভাড়া দিয়েছিলেন। সেই ব্যক্তিই এ সব করেছেন।