|
---|
বাবলু হাসান লস্কর কোলকাতা :পার্ক স্ট্রিটে অবস্থিত আমেরিকান সেন্টারে মিসিং লিংক ট্রাষ্ট্রের ব্যবস্থাপনায় মানব পাচার বিষয়ের উপর একটি তথ্যচিত্রের শুভ উদ্বোধন হলো। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন মাননীয়া সুদেষ্ণা রায়।
কলকাতা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মহুয়া সুর রায় এছাড়া ছিলেন মিসিং লিঙ্ক ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা লিনা কেজরিওয়াল সহ ফ্লিম প্রডিউসার গ্রুপের সদস্য সহ একাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। মূলত সুন্দরবন লাগোয়া মিসিং লিংক ট্রাস্টের অন্যতম প্রচারক প্রবীর মিশ্র সহ একাধিক গুণীজনেদের।