|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : আজ দুপুররে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল গ্রুপ (SOG) ও বকুলতলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল। বকুলতলা থানার অধীনে প্রিয়র মোড়ের সামনে, আব্দুল কালাম মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। উদ্ধার হয় ছয়টি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র 8টি (৮mm ) লাইভ কার্তুজ ও একটি স্মার্ট মোবাইল ফোন ।
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে সুনির্দিষ্ট মামলা করা হয়েছে। অভিযুক্তকে বারুইপুর কোটে তোলা হবে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের হদিস পেতে চায় পুলিশ। কোথা থেকে সে অস্ত্র পেল কাদেরকে এই অস্ত্র বিক্রি করার জন্য নিয়ে এসেছিল সমস্তটাই তদন্ত নেমেছে বকুলতলা থানা পুলিশ।