একটি বড় ট্রাকে করে 35লক্ষ টাকার গাজা পাচারের চেষ্টা করা হচ্ছিল! যেটা ধরে ফেলে এনজেপী পুলিশ

নিজস্ব সংবাদদাতা :একটি বড় ট্রাকে করে 35লক্ষ টাকার গাজা পাচারের চেষ্টা করা হচ্ছিল।যেটা ধরে ফেলে এনজেপী পুলিশ।গাজা সহ দুজনকে আটক করল তারা। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই গাড়ির ভেতরে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় একের পর এক গাজার প্যাকেট।

     

    পুলিশ সূত্রে খবর, ২ কুইন্টাল ২৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। এই গাঁজা ত্রিপুরার আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশের একটি দল।এর সাথে বাইরের কোন দলের যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখছে তারা।