সাপ নিয়ে নানা ভীতি এবং মিথ কাটাতে সচেতনতা শিবির হয়েগেল হুগলির ব্যান্ডেলে

নিজস্ব সংবাদদাতা : সাপ নিয়ে নানা মিথ। ফলে সাপ দেখলেই মেরে ফেলার চেষ্টা করেন অনেকে। এর ফলে প্রভাব পড়ে বাস্তুতন্ত্রে। সাপ নিয়ে নানা ভীতি এবং মিথ কাটাতে সচেতনতা শিবির হয়েগেল হুগলির ব্যান্ডেলে। উদ্যোক্তা স্থানীয় একটি ক্লাব।রবিবার ছিল বিশ্ব সর্প দিবস। সেই উপলক্ষে ব্যান্ডেলের বালির মোড়ে সাপ নিয়ে ওই শিবির করা করা হয়। সেই শিবিরে ছিল কালাচ, বালিবোরা ইত্যাদি নানা ধরনের সাপ। সেখানে পরিবেশপ্রেমীরা বুঝিয়ে দেন কেন সাপ মারা উচিত নয়। সম্প্রতি দেখা গিয়েছে, হুগলি জেলার সরস্বতী নদী তীরবর্তী এলাকায় কালাচের মতো বিষধর সাপের উপদ্রব বাড়ছে। সেই কালাচের চরিত্র এবং প্রকৃতি ব্যাখ্যা করের পরিবেশপ্রেমীরা।পরিবেশপ্রেমীরা এটাও বোঝান যে, সাপে কামড়ালে ওঝা নয়, দ্রুত যেতে হবে হাসপাতালে। তাঁরা সাপে কমড়ালে আতঙ্কিত হতেও নিষেধ করেন।