|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক : মদ্যপ অবস্থায় এক দম্পতিকে মারধোর এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গোপালপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত দম্পতির নাম অর্জুন মন্ডল এবং মায়া মন্ডল। অভিযুক্ত যুবকের নাম শিবদয়াল সাহানি। সোমবার অসহায় দম্পতি সুবিচারের আশায় ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হয়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির
নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত দম্পতির অভিযোগ মাঝেমধ্যেই অভিযুক্ত মদ্যপ অবস্থায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিনা কারণেই মারধর করে তাদের। অসহায় এই দম্পতির কোন সন্তান না থাকায় এই অত্যাচার দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ করেন তিনি। তাই সুবিচারের আশায় আজ ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি
।