একদিনের শিশুকে নিয়ে সালার হাসপাতালে বসেই বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল টেঁয়া স্কুলের এক পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা : তার মাতৃত্বের বয়স মাত্র একদিন। মঙ্গলবারই সে জন্ম দিয়েছে সন্তানকে। আর সেই একদিনের শিশুকে নিয়ে সালার হাসপাতালে বসেই বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল টেঁয়া স্কুলের এক পরীক্ষার্থী । বুধবার ফিরোজা খাতুন নামের ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর শেষ দিনের পরীক্ষা ছিল। তার আগে মঙ্গলবার সকালে ওই পরীক্ষার্থী প্রসব যন্ত্রণা নিয়ে সালার হাসপাতালে ভর্তি হয়৷ সেদিনই দুপুরে এক শিশুর জন্ম দেয় ফিরোজা। এদিকে ফিরোজার হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা স্কুলে জানায় ওই প্রসূতির পরিবারের লোকজন। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। বুধবার সালার ব্লক গ্রামীণ হাসপাতালে বসেই রাষ্ট্র বিজ্ঞানের পরীক্ষা দিল ফিরোজা খাতুন।

    একদিনের শিশুকে নিয়ে হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ায়, তার এই সাহসিকতা আর মনোবলের প্রশংসা করছে হাসপাতালের চিকিৎসক থেকে রোগী সহ তাদের আত্মীয়রা। যদিও ফিরোজা জানিয়েছে, “আমি সদ্য সন্তানের জন্ম দিলেও পরীক্ষা দেওয়ার ব্যাপারে পরিবারের কাছে ইচ্ছা প্রকাশ করি। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। স্কুল কর্তৃপক্ষ আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। স্কুল কর্তৃপক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আমি খুশি।”পাশাপাশি ফিরোজার সাহস মনোবল আর ইচ্ছাকে কুর্ণিশ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ থেকে চিকিৎসক, নার্স সকলেই। সদ্যোজাতকে কোলে নিয়েই ফিরোজা জানালো, পরীক্ষা সফল হওয়ার পাশাপাশি, ভবিষ্যতে আরও পড়বে। আগামী দিনে তার সাফল্য কামনা করলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ফিরোজা ও তার সন্তানের সুস্থতা ও সাফল্য কামনা করছি