|
---|
নিজস্ব সংবাদদাতা : বাজির মশলা থেকে বিস্ফোরণ, আর তাতেই মৃত্যু হল দুই বছরের একটি শিশুর। বাজির আগুনে ঝলসে গিয়েছে শিশুটির মাও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া গ্রামে। ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা যাচ্ছে, বাজির মশলা থেকে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটলো। সেই আগুনে ঝলসে যায় দু বছরের শিশু সহ তার মা। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শিশুটিকে বাঁচান যায়নি। চিকিৎসাধীন শিশুর মা রোকসানা বিবি। সূত্রের খবর, বুধবার রাত সাড়ে আটটা থেকে নটা নাগাদ ওই গৃহবধূ ও তার পুত্র সন্তানের গায়ে আগুন লাগে। বাড়িতে বাজি তৈরির সামগ্রী ছিল। সম্ভবত সেই বাজি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন লেগে থাকতে পারে বলে ওই বধুর ভাইয়ের অনুমান। সেইসঙ্গে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মহিলার বাপের বাড়ির লোকজন। রোকসানা বিবির বাপের বাড়ির পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে শারীরিক নির্যাতন করতো তার স্বামী শেখ কাশিরউদ্দিন। যা নিয়ে ইতিমধ্যেই বহু স্থানে বহু বার সালিশি পর্যন্ত হয়েছে। সেই রাগের কারণে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলেও মনে করছে রোকসানা বিবির পরিজনরা। তবে ওই বাড়িতে যে বাজি তৈরি হতো এবং সেই সামগ্রীতে আগুন লেগে ঘটনাটা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করেছেন সকলেই।
বুধবার রাতের ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মা ও শিশুকে। বৃহস্পতিবার ভোরে শিশুর মৃত্যু হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শিশুর মা রোকসানা বিবি।