ফের ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে! কেঁপে উঠল করাচি আন্তর্জাতিক 26 April 2022 by নতুন গতি নতুন গতি নিউজ ডেস্ক: ফের ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে। করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি গাড়ির ভিতরে রাখা বোমা ফেটে বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। জানা গিয়েছে, ওই বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত অনেক। জানা যাচ্ছে, নিহতদের মধ্যে দু’জন বিদেশি। দ্রুত এলাকা ঘিরে ফেলে উদ্ধারকারী দল।