|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে মহিলাদের নিখোজ হবার তদন্তে এবার আসছে কলকাতা থেকে এক তদন্তকারী দল।তারা শিলিগুড়ি পুলিশের সাথে মিলেমিশে কাজ করবে বলে জানা গেছে।দিনের পর দিন নিখোজ হয়ে যাচ্ছে আঠেরো থেকে পচিশ বছরের কিশোরীরা।শিলিগুড়ির বেশ কয়েকটি এলাকা ডাবগ্রাম,চয়নপাড়া এবং তিনবাতি এলাকা থেকে নিখোজ হয়ে যাচ্ছে কিশোরীরা।কিভাবে কোথা থেকে কারা এসে এই কাজ করে যাচ্ছে সেটা বুঝেই উঠতে পারছে না শিলিগুড়ি পুলিশ।তাই কলকাতা থেকে তিন সদস্যের একটি বেসরকারী গোয়েন্দা সংস্থা আসছে এই ঘটনার তদন্ত করতে।
জানা গেছে এক সপ্তাহে শিলিগুড়িতে থেকে তদন্ত চালাবে তারা।শিলিগুড়ির বিভিন্ন এলাকা ঘুরে বেশ কিছু জায়গায় কিছু নির্দিষ্ট মানুষকে জিঞ্জাসাবাদ করবে তারা বলে জানা গেছে।দিনের পর দিন ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে চিন্তিত সমাজের রাজনৈতিক এবং সাধারন মানুষও।প্রশাসনের কাজেও হতাল তারা।তাই চাপ বেড়েছে প্রশাসনেরও।কোনভাবেই নিজেদের বদনাম বাড়ুক চাইছেন না তারা।তাই কলকাতার একটি গোয়েন্দা সংস্থার শরনাপনন হয়েছেন তারা।খবর ওই সংস্থা কোন সংকেত পেলেই কারা কিভাবে এই কাজ করছে তা পুলিশকে জানিয়ে চলে যাবে।তার পর পুরো দায়িত্ব শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের।