রাজনগরে পথ দুর্ঘটনায় মৃত এক বৃদ্ধ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। সূত্র মারফত জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের একটি গাড়ি রাজনগরের ডাকবাংলোর দিক থেকে খয়রাশোলের নাকড়াকোন্দা অভিমুখে যাচ্ছিল। রাজনগর বাস স্ট্যান্ড সংলগ্ন বন্ধন ব্যাংকের কাছে আসতেই গাড়িটির সাথে এক সাইকেল আরোহীর সজোরে ধাক্কা লাগে। ঘটনায় ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়।

    রাজনগর থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম বাবুলাল বাস্কী, বয়স ৬৯ । বাড়ি রাজনগর থানার অন্তর্গত গাংমুড়ি-জয়পুর অঞ্চলের বাঁশবনা গ্রামে।