ছত্রছায়া গ্রুপের উদ্যোগে তৈরি হবে অনাথ আশ্রম

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, শালবনী :সম্প্রতি পালিত হলো ছত্রছায়া গ্রুপের কর্ণধার নতুন ঘোষের জন্মদিন।এই উপলক্ষ্যে নতুন ঘোষ ঘোষণা করেন সব ঠিকঠাক এগোলে আগামী বছর খানেকের মধ্যে শালবনিতে একটি অনাথ আশ্রম তৈরি করা হবে এবং সেটি ছত্রছায়া গ্রুপ পরিচালনা করবে ।যে আশ্রমে ৫০ জন দরিদ্র অসহায় শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকে থাকতে পারবেন ।এরকম ঘোষণায় স্বভাবতই খুশি গ্রুপের প্রত্যেকেই ।এই ব্যাপারে নতুন ঘোষের সঙ্গে যোগাযোগ করলে নতুন ঘোষ বাবু বলেন ,” আমাদের জমি খোঁজার কাজ চলছে জমি পেয়ে গেলেই,জমি পাওয়ার কয়েকদিনের মধ্যেই আমরা মধ্যে কাজ শুরু করে দেবো ।
আমাদের এই আশ্রম করতে আমাদের কিছু শুভাকাঙ্খী কুটিরগুলো বানিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন “।
এছাড়াও এদিন ছত্রছায়া গ্রুপের সদস্যা শিক্ষিকা মালা মুর্মু মরনোত্তর দেহদানের অঙ্গীকার করেন ।
শিক্ষিকা মালা মুর্মু বলেন, আমি নিজে মরনোত্তর দেহ দান করতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি এবং সবাইকে একাজে এগিয়ে আসতে অনুরোধ করছি।